Students

  Teachers

  Staffs

 

সিভাসু’তে ‘মানসিক স্বাস্থ্য’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত





চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘Mental health and well-being’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার বিকেল ৩টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. এ এস এম রিদওয়ান। সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) দপ্তরের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান ও সিভাসু মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. কাজী রোখসানা সুলতানা। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারের উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, সাধারণত যেকোন শারীরিক সমস্যা দেখা দিলে মানুষ চিকিৎসকের শরণাপন্ন হয়, কিন্তু মন খারাপ হলে বা মানসিক চাপ (স্ট্রেস) অনুভূত হলে চিকিৎসকের নিকট যায় না। ফলে মানসিক চাপ আরো প্রকট হতে থাকে। মানসিকভাবে বিপর্যস্ত হলে চিকিৎসার প্রয়োজন। কারণ, জীবনে সফলকাম হওয়ার জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় জীবন হলো অনেক মজার। এটাকে উপভোগ্য করে তোলার জন্য সময়ের কাজ সময়ে করতে হবে। আর মানসিক চাপ নিয়ন্ত্রণে আজকের সেমিনার অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।