Students

  Teachers

  Staffs

 

নানা আয়োজনে সিভাসু’র ফিশারিজ অনুষদের ১১ বছর পূর্তি উদযাপন কৃতী শিক্ষার্থীদের ডিন্স অ্যাওয়ার্ড প্রদান





নানা আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১১তম বর্ষপূর্তি উদযাপন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফিশারিজ অনুষদ। এ উপলক্ষ্যে অনুষদের উদ্যোগে আয়োজন করা হয় দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। এ সময় অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কেট কেটে ১১ বছর পূর্তি উদযাপন করা হয়। পরে একে একে অনুষ্ঠিত হয় কালার ফেস্ট, ফ্ল্যাশমব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে গত মঙ্গলবার একাদশ বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় খেলাধুলা, আলোচনাসভা, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ফিডব্যাক প্রোগ্রাম ও কৃতী শিক্ষার্থীদের ডিন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। বিকাল ৩টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনাসভা, ইন্টার্নশিপ ফিডব্যাক প্রোগ্রাম ও কৃতী শিক্ষার্থীদের ডিন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান।

ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন।

পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ফিশারিজ অনুষদের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ০৩ জন শিক্ষার্থীর হাতে সম্মানজনক ডিন্স অ্যাওয়ার্ড তুলে দেন উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। ডিন্স অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন-আতিকা আনজুম, হাফসা খানম ও সৈয়দা আফরিন বুসরা এশা।