Students

  Teachers

  Staffs

 

সিভাসু’তে কৃষিবিদ দিবস ২০২৪ পালন





চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৩ ফেব্রুয়ারি ‘কৃষিবিদ দিবস ২০২৪’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে দুপুর ১২ টায় সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পাঞ্জলি প্রদান করেন। এরপর উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা হয় আনন্দ শোভাযাত্রা।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. বেনু কুমার দে, সিভাসু’র ট্রেজারার প্রফেসর ড. মো: কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আক্তার, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, পরিচালক (উচ্চ শিক্ষা ও গবেষণা) প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, প্রফেসর ড. মো: রায়হান ফারুক, প্রফেসর ড. কবিরুল ইসলাম খান, প্রফেসর ড. জান্নাতারা খাতুন, প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।