১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘এমএস, এমপিএইচ এবং পিএইচডি শিক্ষার্থী ভর্তি ও ব্যবস্থাপনা’শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা দপ্তর এ কর্মশালার আয়োজন করে।
সিভাসু অডিটোরিয়ামে দুপুর ১২টায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান।
উচ্চশিক্ষা ও গবেষণা দপ্তরের কো-অর্ডিনেটর প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল। কর্মশালা পরিচালনা করেন সিভাসু’র জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের প্রফেসর ড. মো: কবিরুল ইসলাম খান।
কর্মশালায় সিভাসু’র শিক্ষকেরা অংশগ্রহণ করেন।