Students

  Teachers

  Staffs

 

‘সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে’ -অংশীজনের সভায় সিভাসু উপাচার্য





সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতির ঊর্ধ্বে উঠে, সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান।

০৬ ডিসেম্বর ২০২৩ বুধবার সিভাসু’র জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২৩-২০২৪) বাস্তবায়নের নিমিত্ত সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। সিভাসু’র জাতীয় শুদ্ধাচার কৌশল কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গউজ মিয়া। সভাপতিত্ব করেন জাতীয় শুদ্ধাচার কৌশল কমিটির ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক ড. মো: কাউছার-উল-আলম।

প্রধান অতিথির বক্তব্যে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, সেবাপ্রদান সহজিকরণ, দাপ্তরিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনয়ন এবং সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠাই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন,‘সুশাসন প্রতিষ্ঠায় আমাদেরকে দুর্নীতির ঊর্ধ্বে উঠে, সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’

সভায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা কমিটির ফোকাল পয়েন্ট প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, তথ্য অধিকার আইন বিষয়ে আলোচনা করেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক ও তথ্য অধিকার কমিটির ফোকাল পয়েন্ট খলিলুর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের সিটিজেন’র চার্টার বিষয়ে আলোচনা করেন উপপরিক্ষা নিয়ন্ত্রক ড. মো: নুরুজ্জামান।

সিভাসু’র শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।