Students

  Teachers

  Staffs

 

জন্মবার্ষিকীতে বঙ্গমাতার প্রতি সিভাসু পরিবারের শ্রদ্ধা





০৮ আগস্ট ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) পরিবার।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরালে ফুল দিয়ে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বঙ্গমাতার ম্যুরালে পুষ্পাঞ্জলি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: কামাল। এরপর শিক্ষক সমিতি, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হল, প্রগতিশীল শিক্ষক ফোরাম ও বঙ্গবন্ধু শিক্ষক ফোরামের পক্ষ থেকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ্বাস, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক ও প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. শারমীন চেীধুরী, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (ছাত্রকল্যাণ) ড. সুব্রত কুমার শীল, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও বঙ্গবন্ধু শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, সমন্বয়ক (উচ্চশিক্ষা) প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী এবং শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: মাসুদুজ্জামান।

বঙ্গমাতা ১৯৩০ সালের আজকের দিনে তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনিও জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন।