শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে একুশে পদকের জন্য মনোনীত হওয়ায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
০৫ ফেব্রুয়ারি ২০২১ শনিবার বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থাপিত বঙ্গবন্ধু ম্যুারালে শ্রদ্ধা নিবেদনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, ভেটেরিনারি হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো: রায়হান ফারুক, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো: আশরাফ আলী বিশ্বাস, কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. গউজ মিয়া, উচ্চ শিক্ষা বিষয়ক সমন্বয়ক প্রফেসর ড. এএমএএম জুনায়েদ ছিদ্দিকী, প্রক্টর তাসনিম ইমাম, প্রফেসর ড. মো: কবিরুল ইসলাম খান, প্রফেসর গৌতম কুমার দেবনাথ, অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক আবু মো: আরিফ, প্রধান প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তী, উপাচার্যের একান্ত সচিব মো: জসীম উদ্দিন, সেকশন অফিসার মো: ওমর ফারুক।